ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা ও করণীয় বিষয়ে স্বাচিপ এর জরুরি সভা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ১ আগস্ট ২০২৩

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমান সময়ের বহুল আলোচিত ও ভয়াবহ রোগ ডেঙ্গুজ্বর সম্পর্কে জনসচেতনতা ও করণীয় বিষয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। সভা পরিচালনা করেন মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন। 

উক্ত সভায় ডেঙ্গুজ্বর ও তার প্রতিরোধ ব্যবস্থা বিষয়ে ঢাকাস্থ বিভিন্ন ওয়ার্ডসমূহে কাউন্সিলরদের নিয়ে ডেঙ্গুচিকিৎসা এবং এই রোগের প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জোরালো ভূমিকা নেওয়ার এবং ঢাকার প্রতিটি সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু সমন্বয় সেল গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। 

প্রতিটি ডেঙ্গু সমন্বয় সেলে পাঁচজন করে চিকিৎসক এবং তিনজন নার্স অন্তর্ভুক্ত থাকবেন। এই টিম ডেঙ্গুজ্বর চিকিৎসা সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ নিন্মরুপ সময়ানুযায়ী উক্ত অঞ্চলসমূহে কার্যকরী ভূমিকা পালন করবে 

ক্রঃ নং অঞ্চলভিত্তিক এরিয়া/স্থান তারিখ, বার ও সময়

১. মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ৩ আগস্ট  বৃহস্পতিবার, সকাল ৯টা
২. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল ৫ আগস্ট শনিবার, সকাল ৯টা 
৩. ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ১০-আগস্ট বৃহস্পতিবার, সকাল ৯টা
৪. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ১৪-আগস্ট, সোমবার, সকাল ৯টা
৫. মাতুয়াইল মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও যাত্রাবাড়ী এরিয়া ১৯-আগস্ট, শনিবার, সকাল ৯ টা
৬. মিরপুর-১৪,  ২৪ আগস্ট, বৃহস্পতিবার, সকাল ৯টা
৭. মহাখালী-০৮ আগস্ট- সোমবার, সকাল ৯টা
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি